Wh- Questions এবং Tense শেখার সহজ টেকনিক

 


Wh- Questions এবং Tense শেখার সহজ টেকনিক 


Wh- Questions যেভাবে শিখবেন


প্রথমে Wh-word-এর অর্থগুলি জেনে নেই :

  •  Who- কে, কে কে, কারা, 
  • Whom- কাকে, কাদেরকে , 
  • Whose- কার, কাদের, 
  • What- কী, কী কী, 
  • Which- কোনটি, কোন কোনটি, কোনগুলি 
  • When – কখন, Where- কোথায়, 
  • Why – কেন, কী কারণে, কী জন্যে, 
  • How – কিভাবে, কেমনভাবে, কেমন 

প্রথমে একটু জেনে নেওয়া দরকার :

Sentence কত ধরনের হতে পারে – উত্তর: গঠনগত ভাবে ৬ ধরনের। (তবে ভাবগতভাবে ৫ প্রকার) এখানে শুধু গঠনগত ৬ ধরনের, তা দেখানো হল। যেমন -
1️⃣. মূল Verb যুক্ত বাক্য = He reads English.
(সে ইংরেজি পড়ে।)
2️⃣. Noun যুক্ত বাক্য = He is a student.
(সে একজন ছাত্র)
3️⃣. Adjective যুক্ত বাক্য = He is very happy.
(সে খুব সুখী)
4️⃣. আছে বা নেই যুক্ত বাক্য = He has a car.
(তার একটি গাড়ি আছে)
5️⃣. কোথাও কোন কিছু আছে বা নেই- এরূপ বাক্য
= There is a car in his house.
(তার বাড়িতে একটি গাড়ি আছে)
6️⃣. কোন কিছু করা, হওয়া – এরূপ বাক্য
= Walking in the morning is good for health. /
To walk in the morning is good for health. /
It is good for health to walk in the morning.
(সকাল বেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।)

 আরো কিছু উদাহরণ : 

১. আমি আপনার সাথে আছি – I am with you.
২. আমি বাড়িতে আছি – I am in the house.
৩. আমি ভালো আছি – I am well/ good.
৪. বয়স : I am ten years old.
৫. উচ্চতা, গভীরতা, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ, সংখ্যা, ব্যক্তির ধরন/ প্রকৃতি/ গুণাবলী, জিনিসের দাম, কুশল, সময় – এধরণের বাক্য : এখন সাড়ে দশটা বাজে – It is half past ten.


 কিভাবে Question তৈরি করবেন :


যে কোন Sentence কে দুইভাবে Question তৈরি করা যায় ,যেমন – 

১. Sentence-এর Subject ধরে
২. Sentence-এর Object ধরে

প্রথমে Sentence-এর Subject শিখব 

ইংরেজি বাক্যের গঠন : Sub +Verb + Obj/Complement.
Formation : Who / What / Which + V + O?
.
অর্থাৎ- Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুযায়ী বসবে।
.
Example :1. He reads English. (সে ইংরেজি পড়ে।) 
এটা দুইভাবে প্রশ্ন তৈরি করা যায় –
 
১. কে ইংরেজি পড়ে? 
২. সে কী পড়ে?

Q. Sub. ধরে- 1. Who reads English?
Obj. ধরে - 2. What does he read?
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


 Tense ধরা শেখার নতুন ও সহজ পদ্ধতি:

মনযোগ দিয়ে পরুন। tense আর জীবনে ভুলবেন না। এটা spoken english এ নতুন পদ্ধতি। 
পড়েই দেখুন।

 take= নেয়া/লওয়া- নেই

Take= নেই
took= নিয়েছিলাম,
will take= নিব
am/is/are taking= নিচ্ছি
was/were taking= নিচ্ছিলাম
will/shall be taking = নিতে থাকব।
have/has taken= নিয়েছি
have/has been taking (since/for)= নিচ্ছি

 eat খাওয়া- খাই

eat= খাই
ate = খেয়েছিলাম
will eat= খাব
am/is/are eating= খাচ্ছি
was/were eating= খাচ্ছিলাম
will/shall be eating= খেতে থাকব
have/has eaten= খেয়েছি
have/has been eating(since/for)= খাচ্ছি

 break= ভাঙ্গা- ভাঙ্গি

break= ভাঙ্গি
broke= ভেঙ্গেছিলাম
shall/will break ভাঙ্গব
am/is/are breaking= ভাঙ্গছি
was/were breaking= ভাঙ্গছিলাম
will/ shall be breaking= ভাঙ্গতে থাকবো
have/has breaking= ভেঙ্গেছি/ভাঙ্গিয়াছি
have/has been breaking (for/since)= ভাঙ্গছি/ভাঙ্গিতেছি


বাক্যের মাধ্যমে Important ৮ টি Tense এর 
 আলোচনা 


  •  do= করি, (কর, করে, করেন, করিস)
  •  did= করেছিলাম/করল
  •  Will/shall do= করব।
উদাহরনঃ
  •  I do the work আমি কাজ করি।
  •  I did the work আমি কাজটি করেছিলাম
  •  I shall/will do the work আমি কাজটি করব।
or

  • I see a bird আমি একটি পাখি দেখি
  •  I shaw a bird আমি একটি পাখি দেখেছিলাম
  • I will see a bird আমি একটি পাখি দেখব।
  • am/is/are doing= করছি/করতেছি
  • was/were doing= করছিলাম, করতেছিলাম
  • will/shall be doing= করতে থাকব।
উদাহরনঃ
  • I am reading book অামি বই পরছি
  •  I was reading book অামি বই পড়ছিলাম
  •  I shall/will be reading book আমি বই পড়তে থাকব।
  •  have/has done= করেছি/করিয়াছি
  •  have/has been doing= করছি।
  •  Since=হতে/থেকে for= ধরে/যাবত।
উদাহরনঃ
  • I have done the work আমি কাজটি করেছি
  • I have been working for three days আমি তিন দিন ধরে/যাবত কাজটি করছি।

 Rule: take= (নেয়া/লওয়া)- নেই- নেও- নেয়- নিন-নেন-নিস) অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে- 
নেয়া+ই,অ,এ, এন, ইস থাকলে হলো present indifinite tense. হয়। 
 শুধু he, she,Rahim,Korim এর সাথে s বা es হয়।

 take =নেয়া-নিই, নেয়া-নেয়, নেয়া-নিও, নেয়া-নিন, নেয়া-নিস নিজে তৈরি করে নিবেন। 
নিচের গুলোও একইভাবে।

 took= (নেয়া)--নিয়েছিলাম,নি­য়েছিলি,নিয়েছিল, নিয়েছিলেন। অর্থাৎ বাংলা ক্রিয়ার ক্রিয়ার শেষে নেয়া+ এছিলাম, এছিল, এছিলি, এছিলেন past indifinite tense হয়। verb যা আছে তাই হবে।
 
#took = প্রথমটার নিয়ম অনুযায়ী তৈরী করে নিন।
  •  will/shall take= (নেয়া)- নিব, নিবে, নিবি, নিবেন। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বি, বে, বেন থাকলে past indifinite tanse হয়।

#will/shall take = প্রথমটার নিয়ম অনুযায়ী তৈরী করে নিন। নিচের সবগুলো একই।
  •  am/is/are taking= (নেয়া)- নিচ্ছি, নিচ্ছিলাম, নিচ্ছিলি, নিচ্ছিলেন। অর্থাৎ তেছি, তেছ, তেছে, তেছেন থাকলে present Continuous tense হয়।

  •  was/were taking= (নেয়া)- করেছিলাম, করেছিলি, করেছিলেন, অর্থাৎ কর+এছিলাম,এছিল, এছিলি, এছিলেন ইত্যাদি থাকলে past continious tense হয়।

  •  will/shall be taking=(নেয়)- নিতে থাকব, নিতে থাকবে, নিতে থাকবি, নিতে থাকবেন। অর্থাৎ তে থাকব,তে থাকবে, তে থাকবি, তে থাকবেন থাকলে future continious tense হয়। 


  • have/has taken =(নেয়া)- নিয়েছি, নিয়াছি। 
  • have;has been taking(for/since)= নিচ্ছি, নিতেছি। 

(এখানে spoken english এর ক্ষেত্রে ব্যবহৃত ৮ গুরুত্বপূর্ন tense দেয়া আছে)


 MODAL verb দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য :

===================================
🎼can= পারা, পারি, পারেন, পারিস।
🎼can be= হতে পারে ।
🎼could= করতে,ত,তাম,তি,তেন।
🎼should= উচিত
🎼must= অবশ্যই
🎼have to= তে হবে।
🎼had to = কথা ছিল
🎼will be = হব ।
🎼have to be= হতে হবে,
🎼maybe/might be= হয়তো ।
🎼should have= থাকা উচিত,
🎼should have been= উচিত ছিল ।
🎼should be হওয়া উচিত।
🎼have/has=আছে ।
🎼had= ছিল etc..

উদাহরনঃ
★ I can speak english with you আমি তোমার সাথে কথা বলতে পারি।
★ You could meet with me তুমি আমার সাথে সাক্ষাৎ করতে ।
★ you should go to dhaka তোমার ঢাকা যাওয়া উচিত।
★ you must come to my house তুমি অবশ্যই আমার বাড়িতে আসবে।
★ I had to go to Sirsjganj with my mother আমার. মায়ের সাথে সিরাজগঞ্জ যাওয়ার কথা ছিল।
★have to be a doctor আমাকে ডাঃ হতে হবে ।
★we will be teacher আমরা শিক্ষক হব।
★ he may became here সে হয়তো এখানে আসবে ।
★I should be honest আমার সৎ হওয় উচিত ।

====== The End ======

 চেষ্টা করেছি খুবি সহজ উপায়ে বিস্তারিত আলোচনা করতে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। কোথায় বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করুন। আর আমার কন্টেন্ট গুলো যদি নিয়মিত আপনার ওয়ালে দ্রুত পেতে চান তাহলে অবশ্যই পেইজে এ #Like &  #Follow দিয়ে রাখুন ।

No comments

Theme images by Blogger. Powered by Blogger.