Wh- Questions এবং Tense শেখার সহজ টেকনিক
Wh- Questions এবং Tense শেখার সহজ টেকনিক
Wh- Questions যেভাবে শিখবেন
প্রথমে
Wh-word-এর অর্থগুলি জেনে নেই :
- Who- কে, কে কে, কারা,
- Whom- কাকে, কাদেরকে ,
- Whose- কার, কাদের,
- What- কী, কী কী,
- Which- কোনটি, কোন কোনটি, কোনগুলি
- When – কখন, Where- কোথায়,
- Why – কেন, কী কারণে, কী জন্যে,
- How – কিভাবে, কেমনভাবে, কেমন
প্রথমে একটু জেনে নেওয়া দরকার :
Sentence কত ধরনের হতে পারে – উত্তর: গঠনগত ভাবে ৬ ধরনের। (তবে ভাবগতভাবে ৫ প্রকার) এখানে শুধু গঠনগত ৬ ধরনের, তা দেখানো হল। যেমন -
. মূল Verb যুক্ত বাক্য = He reads English.
(সে ইংরেজি পড়ে।)
. Noun যুক্ত বাক্য = He is a student.
(সে একজন ছাত্র)
. Adjective যুক্ত বাক্য = He is very happy.
(সে খুব সুখী)
. আছে বা নেই যুক্ত বাক্য = He has a car.
(তার একটি গাড়ি আছে)
. কোথাও কোন কিছু আছে বা নেই- এরূপ বাক্য
= There is a car in his house.
(তার বাড়িতে একটি গাড়ি আছে)
. কোন কিছু করা, হওয়া – এরূপ বাক্য
= Walking in the morning is good for health. /
To walk in the morning is good for health. /
It is good for health to walk in the morning.
(সকাল বেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।)
(সে ইংরেজি পড়ে।)
. Noun যুক্ত বাক্য = He is a student.
(সে একজন ছাত্র)
. Adjective যুক্ত বাক্য = He is very happy.
(সে খুব সুখী)
. আছে বা নেই যুক্ত বাক্য = He has a car.
(তার একটি গাড়ি আছে)
. কোথাও কোন কিছু আছে বা নেই- এরূপ বাক্য
= There is a car in his house.
(তার বাড়িতে একটি গাড়ি আছে)
. কোন কিছু করা, হওয়া – এরূপ বাক্য
= Walking in the morning is good for health. /
To walk in the morning is good for health. /
It is good for health to walk in the morning.
(সকাল বেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।)
আরো কিছু উদাহরণ :
১. আমি আপনার সাথে আছি – I am with you.২. আমি বাড়িতে আছি – I am in the house.
৩. আমি ভালো আছি – I am well/ good.
৪. বয়স : I am ten years old.
৫. উচ্চতা, গভীরতা, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ, সংখ্যা, ব্যক্তির ধরন/ প্রকৃতি/ গুণাবলী, জিনিসের দাম, কুশল, সময় – এধরণের বাক্য : এখন সাড়ে দশটা বাজে – It is half past ten.
কিভাবে Question তৈরি করবেন :
যে কোন Sentence কে দুইভাবে Question তৈরি করা যায় ,যেমন –
১. Sentence-এর Subject ধরে
২. Sentence-এর Object ধরে
২. Sentence-এর Object ধরে
প্রথমে Sentence-এর Subject শিখব
ইংরেজি বাক্যের গঠন : Sub +Verb + Obj/Complement.
Formation : Who / What / Which + V + O?
.
অর্থাৎ- Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুযায়ী বসবে।
.
Example :1. He reads English. (সে ইংরেজি পড়ে।)
Formation : Who / What / Which + V + O?
.
অর্থাৎ- Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুযায়ী বসবে।
.
Example :1. He reads English. (সে ইংরেজি পড়ে।)
এটা দুইভাবে প্রশ্ন তৈরি করা যায় –
১. কে ইংরেজি পড়ে?
২. সে কী পড়ে?
Q. Sub. ধরে- 1. Who reads English?
Obj. ধরে - 2. What does he read?
Obj. ধরে - 2. What does he read?
Tense ধরা শেখার নতুন ও সহজ পদ্ধতি:
মনযোগ দিয়ে পরুন। tense আর জীবনে ভুলবেন না। এটা spoken english এ নতুন পদ্ধতি।
পড়েই দেখুন।
take= নেয়া/লওয়া- নেই
Take= নেই
took= নিয়েছিলাম,
will take= নিব
am/is/are taking= নিচ্ছি
was/were taking= নিচ্ছিলাম
will/shall be taking = নিতে থাকব।
have/has taken= নিয়েছি
have/has been taking (since/for)= নিচ্ছি
eat খাওয়া- খাই
eat= খাই
ate = খেয়েছিলাম
will eat= খাব
am/is/are eating= খাচ্ছি
was/were eating= খাচ্ছিলাম
will/shall be eating= খেতে থাকব
have/has eaten= খেয়েছি
have/has been eating(since/for)= খাচ্ছি
break= ভাঙ্গা- ভাঙ্গি
break= ভাঙ্গি
broke= ভেঙ্গেছিলাম
shall/will break ভাঙ্গব
am/is/are breaking= ভাঙ্গছি
was/were breaking= ভাঙ্গছিলাম
will/ shall be breaking= ভাঙ্গতে থাকবো
have/has breaking= ভেঙ্গেছি/ভাঙ্গিয়াছি
have/has been breaking (for/since)= ভাঙ্গছি/ভাঙ্গিতেছি
বাক্যের মাধ্যমে Important ৮ টি Tense এর আলোচনা
- do= করি, (কর, করে, করেন, করিস)
- did= করেছিলাম/করল
- Will/shall do= করব।
- I do the work আমি কাজ করি।
- I did the work আমি কাজটি করেছিলাম
- I shall/will do the work আমি কাজটি করব।
- I see a bird আমি একটি পাখি দেখি
- I shaw a bird আমি একটি পাখি দেখেছিলাম
- I will see a bird আমি একটি পাখি দেখব।
- am/is/are doing= করছি/করতেছি
- was/were doing= করছিলাম, করতেছিলাম
- will/shall be doing= করতে থাকব।
উদাহরনঃ
- I am reading book অামি বই পরছি
- I was reading book অামি বই পড়ছিলাম
- I shall/will be reading book আমি বই পড়তে থাকব।
- have/has done= করেছি/করিয়াছি
- have/has been doing= করছি।
- Since=হতে/থেকে for= ধরে/যাবত।
উদাহরনঃ
- I have done the work আমি কাজটি করেছি
- I have been working for three days আমি তিন দিন ধরে/যাবত কাজটি করছি।
Rule: take= (নেয়া/লওয়া)- নেই- নেও- নেয়- নিন-নেন-নিস) অর্থাৎ বাংলা
ক্রিয়ার শেষে-
নেয়া+ই,অ,এ, এন, ইস থাকলে হলো present indifinite tense. হয়।
শুধু he, she,Rahim,Korim এর সাথে s বা es হয়।
take =নেয়া-নিই, নেয়া-নেয়, নেয়া-নিও, নেয়া-নিন, নেয়া-নিস নিজে তৈরি করে নিবেন।
নিচের গুলোও একইভাবে।
took= (নেয়া)--নিয়েছিলাম,নিয়েছিলি,নিয়েছিল, নিয়েছিলেন। অর্থাৎ বাংলা
ক্রিয়ার ক্রিয়ার শেষে নেয়া+ এছিলাম, এছিল, এছিলি, এছিলেন past indifinite
tense হয়। verb যা আছে তাই হবে।
#took = প্রথমটার নিয়ম অনুযায়ী তৈরী করে নিন।
- will/shall take= (নেয়া)- নিব, নিবে, নিবি, নিবেন। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বি, বে, বেন থাকলে past indifinite tanse হয়।
#will/shall take = প্রথমটার নিয়ম অনুযায়ী তৈরী করে নিন। নিচের সবগুলো একই।
- am/is/are taking= (নেয়া)- নিচ্ছি, নিচ্ছিলাম, নিচ্ছিলি, নিচ্ছিলেন। অর্থাৎ তেছি, তেছ, তেছে, তেছেন থাকলে present Continuous tense হয়।
- was/were taking= (নেয়া)- করেছিলাম, করেছিলি, করেছিলেন, অর্থাৎ কর+এছিলাম,এছিল, এছিলি, এছিলেন ইত্যাদি থাকলে past continious tense হয়।
- will/shall be taking=(নেয়)- নিতে থাকব, নিতে থাকবে, নিতে থাকবি, নিতে থাকবেন। অর্থাৎ তে থাকব,তে থাকবে, তে থাকবি, তে থাকবেন থাকলে future continious tense হয়।
- have/has taken =(নেয়া)- নিয়েছি, নিয়াছি।
- have;has been taking(for/since)= নিচ্ছি, নিতেছি।
(এখানে spoken english এর ক্ষেত্রে ব্যবহৃত ৮ গুরুত্বপূর্ন tense দেয়া আছে)
MODAL verb দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য :
===================================can= পারা, পারি, পারেন, পারিস।
can be= হতে পারে ।
could= করতে,ত,তাম,তি,তেন।
should= উচিত
must= অবশ্যই
have to= তে হবে।
had to = কথা ছিল
will be = হব ।
have to be= হতে হবে,
maybe/might be= হয়তো ।
should have= থাকা উচিত,
should have been= উচিত ছিল ।
should be হওয়া উচিত।
have/has=আছে ।
had= ছিল etc..
উদাহরনঃ
★ I can speak english with you আমি তোমার সাথে কথা বলতে পারি।
★ You could meet with me তুমি আমার সাথে সাক্ষাৎ করতে ।
★ you should go to dhaka তোমার ঢাকা যাওয়া উচিত।
★ you must come to my house তুমি অবশ্যই আমার বাড়িতে আসবে।
★ I had to go to Sirsjganj with my mother আমার. মায়ের সাথে সিরাজগঞ্জ যাওয়ার কথা ছিল।
★have to be a doctor আমাকে ডাঃ হতে হবে ।
★we will be teacher আমরা শিক্ষক হব।
★ he may became here সে হয়তো এখানে আসবে ।
★I should be honest আমার সৎ হওয় উচিত ।
====== The End ======
No comments