Modal Auxiliary Verb এর ব্যবহার
Modal Auxiliary Verb
What is
modal auxiliary verb?
বক্তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি (Mood) ব্যক্ত করার জন্য যে verb গুলি বাক্যের মূল verb-কে সাহায্য করে, তাদের Modal auxiliary verb বলে।
কোন auxiliary verb গুলি modal auxiliary verb?
নিম্নে উল্লেখিত শব্দগুলি modal auxiliary.
Shall —–
should
Will ——
would
Can —- could
May —- might
Must
এছাড়াও নিম্নলিখিত শব্দগুলির modal auxiliary-এর বৈশিষ্ট্য থাকার কারণে, অর্থাৎ তারা modal auxiliary-এর ন্যায় ব্যবহৃত হয় জন্য, তাদেরকেও modal auxiliary হিসাবে গণ্য করা হয়। তারা হলো:
Ought to,
used to, be to, have to, be going to, had better, would rather, dare এবং need.
Modal
auxiliary verb-এর ব্যবহার:
Can-এর ব্যবহার:
1. সামর্থ্য বা ক্ষমতা (ability): বর্তমানে কোনকিছু করার ক্ষমতা বা কোনকিছু করতে পারা বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
Example:
Mina can
sing.
He can speak
English.
Rahima can
dance.
Rafiq can
swim.
2. অনুমতি (permission) : বর্তমানে কোনকিছু করার অনুমতি চাইতে বা দিতে বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
Example:
Can I use
your phone, please? [অনুমতি চাইতে]
Can I borrow
your pen? [অনুমতি চাইতে]
Can I help
you? [অনুমতি চাইতে]
You can go
now. [অনুমতি দিতে]
You can tell
what happened there. [অনুমতি দিতে]
Note: অনুমতি চাইতে বা দিতে can-এর পরবর্তে
’may’ ব্যবহার করা যায়। May ব্যবহার করলে অতিরিক্ত ভদ্রতা প্রকাশ পায়।
Example:
May I come
in, sir?
3. অনুরোধ (request): কোন অনুরোধ ব্যক্ত করতে can ব্যবহৃত হয়।
Example:
Can you stay
with me for some more time?
4. সম্ভবনা (possibility / probability): কোন কিছু ঘটার সম্ভবনা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়।
Example:
Smoking can cause
cancer.
He can pass
the examination.
Note: সম্ভবনা প্রকাশ করতে can-এর স্থলে may বা might-ও ব্যবহার করা যায়। তবে পার্থক্য হচ্ছে: may ব্যবহার করলে can-এর চেয়ে বেশী সম্ভবনা বুঝাবে। আর might ব্যবহার করলে সম্ভবনা কম বা ক্ষীন বুঝাবে।
Could-এর ব্যবহার:
1. অতীত ক্ষমতা (Past ability): অতীতে কোনকিছু করার ক্ষমতা বা কোনকিছু করতে পারা বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
Example:
When I was
young, I could run fast.
I could swim
when I was a school student.
2. অনুমতি (permission) : অতীতে কোনকিছু করার অনুমতি নেয়া
বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
Example:
Could I have
your number?
Could I talk
to your supervisor, please?
3. বিনয় মিশ্রিত অনুরোধ (Polite request):বিনীত অনুরোধ জানানোর জন্য ব্যবহৃত হয়।
Example:
Could you
lend me your book?
Excuse
me, could I just say something?
Note: মনে রাখা প্রয়োজন, বিনয় মিশ্রিত অনুরোধ
would you / would you please বা could you please ব্যবহার করা যায়।
Example:
Would you /
would you please / could you please lend me your book?
4. সম্ভবনা (possibility / probability): যে কোন ধরনের সম্ভবনা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়।
Example:
It could
rain today.
May এবং might-এর ব্যবহার:
1.অনুমতি (Permission) বা অনুরোধ (Request): অনুমতি প্রদান,
অনুমতি গ্রহণ বা অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়।
Example:
May / might
I borrow your pen?
May / might
I ask you a question?
May / might
I have something to drink?
2. ভবিষত সম্ভবনা (Possibility about future): ভবিষত সম্ভবনা বুঝাতে may / might উভকেই ব্যবহার করা যায়। তবে may অধিকতর বা ভাল সম্ভবনা (good possibility) ও might ক্ষীন সম্ভবনা (small possibility) বুঝাতে ব্যবহৃত হয়।
Example:
It may rain
later today.
It might
rain this afternoon.
3. বর্তমান সম্ভবনা ( Present possibility): বর্তমান কোন ঘটনা (Present situation) বিষয়ে সম্ভবনা বা অনুমান ব্যক্ত
করতে May / might + be + verb-ing ব্যবহার
করতে হয়।
Example:
He may /
might be sleeping now.
It may /
might be raining in Dhaka now.
4. বিনীতভাবে কোন সহায়তা দেয়ার প্রস্তাব (Offer) করতে: কোন ব্যক্তিকে বিনীতভাবে কোন সহায়তা দেয়ার প্রস্তার করতে শুধু
may ব্যবহৃত হয়। এক্ষেত্রে might ব্যবহৃত হয় না ।
Example:
May I help
you?
5. শুভ কামনা
(Wishes): শুভ কামনা বা কারো জন্য সৃষ্টি কর্তার নিকট প্রার্থনার জন্য শুধু may ব্যবহৃত হয়। এক্ষেত্রে might ব্যবহৃত হয় না ।
Example:
May you live
long.
May Allah
bless you.
Shall এবং will-এর ব্যবহার:
Shall এবং will ভবিষতের বিভিন্ন দিক (aspect) বর্নণা করতে ব্যবহৃত হয়। যেমন:
1. ভবিষত ঘটনা বর্ননায়: ভবিষতে কোন ঘটনা ঘটবে বলে বিশ্বাস করি এবং যা বিরুপ কিছু না ঘটিলে এড়িয়ে (avoid) যাওয়া সম্ভব নয়, এমন ধরনের ভবিষত ঘটনা বর্নণা করতে 1st
Person (I এবং we)-এর সাথে
shall এবং অন্য সকল
person-এর সাথে will ব্যবহৃত হয়।
Example:
I shall be
twenty on my next birthday. [পরবর্তি জন্মদিনে বক্তার বাইশ বছর হওয়ার বিষয়টি এড়াতে পারবে না]।
You will see
many different kinds of trees when you go to the park. [ইহা নিশ্চিত যে, যখন পার্কে যাওয়া হয়, তখন বিভিন্ন ধরনের গাছ বা বৃক্ষ দেখা যায়]।
We shall be
happy if you pass the examination. [কেহ পরীক্ষায় পাস করলে আমরা খুশী হই, ইহাই স্বাভাবিক]।
2. সেবা দেয়া ও সেবা নেয়ায়: প্রশ্নবোধক বাক্যে বক্তা নিজে অন্যকে কোন সহায়তা বা সেবা দেয়ার
প্রস্তাব (Offer of help or service) জানাতে Shall ব্যবহৃত হয়।
আর বক্তা যদি কোন সহায়তা বা সেবা অন্যের নিকট হতে গ্রহণের
অনুরোধ (asking for help or service) জানায়, তবে
will ব্যবহৃত হয়।
Example:
Shall I
carry your bag? [বক্তা সেবা দেয়ার প্রস্তাব করছে]।
Will you
help me in learning English? [বক্তা সেবা গ্রহণের প্রস্তাব
করছে]।
Will you
bring me some more coffee? [বক্তা সেবা গ্রহণের প্রস্তাব
করছে]।
3. বক্তার ইচ্ছা, অভিপ্রায় ও প্রতিজ্ঞা ব্যক্ত করতে: বক্তার ইচ্ছা বা অভিপ্রায় (desire or intention) ও প্রতিজ্ঞা (Promise or determination) ব্যক্ত করতে 1st
Person (I এবং we)-এর সাথে will এবং অন্য সকল
person-এর সাথে shall ব্যবহৃত হয়।
Example:
I will learn
English however difficult it is. [বক্তা ইচ্ছা বা প্রতিজ্ঞা ব্যক্ত করছে যে, সে ইংরেজি শিখবে, তা যতো কঠিনই হোক না কেন]।
Be sure, I
will help you. [বক্তা তাকে সাহায্য করার ইচ্ছা বা প্রতিজ্ঞা ব্যক্ত করছে]।
You shall
have a new bicycle if you do well at school. [এখানে বক্তা শিক্ষার্থীর নিকট প্রতিতজ্ঞা করছে যে, সে যদি স্কুলে ভাল করে তবে তাকে সাইকেল কিনে দেয়া হবে]।
4. সাধারণ ভবিষত ঘটনা বর্ননায়: সকল ধরনের সাধারণ ভবিষত ঘটনা (General future action) বর্নণা করতে কথ্য রীতিতে (Spoken) সকল Person-এর সাথে অর্থাৎ I,
we, you, he, she, they এবং it-এর সাথে will
ব্যবহৃত হয়।
Example:
I will go to
Dhaka.
He will take
H.S.C exam.
We will win
the match.
Note: Shall-এর না-বোধকের সংক্ষিপ্ত রুপ ’shan’t’ এবং will-এর না-বোধকের সংক্ষিপ্ত রুপ won’t.
Should এবং ought to-এর ব্যবহার:
1. উচিত বা কর্তব্য: উপদেশ মিশ্রিত উচিত বা কর্তব্য যা ভবিষতের জন্য প্রযোজ্য, তা বুঝাতে Should এবং ought to-এর ব্যবহৃত হয়।
Example:
You should /
ought to obey your parents and teachers.
You should /
ought to attend the class.
You should /
ought to revise your lessons.
If you are
ill, you should / ought to see a doctor.
We should /
ought to give him some flowers for his
birthday.
2. উপদেশ বা দিক নির্দেশনা নেয়ার জন্য: প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে কোন উপদেশ বা দিক নির্দেশনা (suggestion) নেয়ার জন্য should ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে ought to বেমানান।
Example:
What should
I do?
Should I
trust him?
3. সম্ভবনা প্রকাশ করতেঃ সম্ভবনা (Possibility or likelihood) প্রকাশ করতে বা প্রত্যাশিত (expected) কিছু ঘটবে বা সত্য হবে বলে আশা করা বুঝাতে Should ব্যবহৃত হয়।
Example:
It should be a nice day tomorrow.
Australia
should win the match.
I should be
able to win.
4. নম্রভাবে কৃতজ্ঞতা বা সুখ / আনন্দ প্রকাশ করতে: নম্রভাবে কৃতজ্ঞতা (gratefulness) বা সুখ / আনন্দ প্রকাশ করতে Should ব্যবহৃত হয়।
Example:
I should be
grateful if you could provide me with some information.
We should be
delighted to help you in any way, we can.
I should
like to thank you all for coming here tonight.
5. কোন ব্যক্তির মতামত জানার জন্য: কোন ব্যক্তির মতামত (Opinion) জানার জন্য should ব্যবহৃত হয়।
Example:
Should I
hire a car for going to Dhaka?
6. অফিসিয়াল আদেশ / নির্দেশ প্রদানে: অফিসিয়াল আদেশ
(Official order), নির্দেশ (Instruction) প্রদানে should ব্যবহৃত হয়।
Example:
Passengers
should proceed to Gate 12.
Would-এর ব্যবহার:
1. কোন অতীত ঘটনা বর্নণা করতে: কোন ঘটনা যা অতীত হয়ে গেছে, সেই অতীত ঘটনা বর্নণা (to express the past) করতে
would ব্যবহৃত হয়।
Example:
Even as a
boy, he knew that he would succeed in life.
I thought it
would rain, so I bought my umbrella.
2. অতীতের কোন কাজ / অভ্যাস বর্নণায়: অতীতে কোন কাজ করতাম বা করার অভ্যাস ছিল, কিন্তু এখন সে কাজটি আর করি না, এমন বিষয়টি বুঝানোর জন্য would ব্যবহৃত হয়।
Example:
When we were
kids, we would hang around the playground every afternoon.
Note: অতীত স্বভাব / অভ্যাস বর্নণায় would-এর স্থলে ‘used to’ ব্যবহার করা যায়।
Example:
I used to
smoke, but I stopped smoking two years
ago.
I used to
drive to work, but I now take the bus.
3. বিনয় মিশ্রিত অনুরোধ করতে: কোন ব্যক্তিকে কোন বিনয় মিশ্রিত অনুরোধ (Polite request) করতে would ব্যবহৃত হয়।
Example:
Would you
shut the door?
Would you
please call me a taxi?
4. ইচ্ছা, চাওয়া বা পছন্দ জানতে বা জানাতে: ইচ্ছা, চাওয়া বা পছন্দ জানতে বা জানাতে (to know or express wish, desire or
choice) would ব্যবহৃত হয়।
Example:
Would you
like a cup of coffee?
My
parents would like to meet you.
I would like
to know what happened.
I would like
to learn English very well.
Note: Would
like-এর স্থলে would love অথবা would prefer ব্যবহার করা যায়।
Example:
I would love
/ prefer a cup of coffee.
5. অসম্ভব বা অবাস্তব কল্পনা করতে: অসম্ভব বা অবাস্তব কল্পনা করতে (to express impossible or
improbable) would ব্যবহৃত হয়।
Example:
If I were
you, I would give you all my money.
If I could
fly like a bird, I would be with you now.
What would
you do if you won a million taka?
I really
miss you. It would be lovely to see you.
6. মতামত ব্যক্ত করতে: মতামত (Opinion) ব্যক্ত করতে would ব্যবহৃত হয়। Think, say, imagine এই তিনটি would-এর পর ব্যবহার করে মতামত ব্যক্ত করা যায়।
Example:
I would
think /say/imagine that you would be happier in a different school.
I would
think /say/imagine that you would do better in medical science.
Must-এর ব্যবহার:
1. নিশ্চয়তা প্রদান করতে:
নিশ্চয়তা প্রদান করতে (To express certainty) must ব্যবহৃত হয়।
Example:
This must
be the right address.
He must be
an intelligent student.
2. প্রয়োজনীয়তা, আবশ্যকতা ও বাধ্যবাধকতা প্রকাশ করতে:
কোন
প্রয়োজনীয়তা, আবশ্যকতা ও বাধ্যবাধকতা প্রকাশ করতে (to express necessity, requirement
or obligation) করতে must ব্যবহৃত হয়।
Example:
They must
pass the examination to get the job.
Students
must pass the IELTS exam. to get a visa
for the USA.
3. জোড় সুপারিশ করার ক্ষেত্রে: কোন ব্যক্তিকে কোন বিষয়ে জোড় সুপারিশ (to express strong recommendation) করার জন্য must ব্যবহৃত হয়।
Example:
You are
sick. You must see a doctor.
You must
take some medicine for your cough.
4. যা বলা হচ্ছে, তাতে জোড় দেয়ার জন্য:
Must modal-এর পর admit, say, confess শব্দ ব্যবহার করে যা বলা হচ্ছে, তাতে আরও
জোড় প্রদান করা হয়।
Example:
I must admit
/say/confess that he is really a good boy.
I must admit
/say/confess that it gave me a good lesson.
5. প্রবল সম্ভবনা
বা অনুমানসূচক ব্যক্ত করতে:
কোন কিছুর বিষয়ে প্রবল সম্ভবনা
বা
অনুমানসূচক (Strong assumption) কিছু ব্যক্ত করতে must ব্যবহৃত হয়।
Example:
You must be
very tired after a very long journey.
Rahim must
be nearly 90 years old now.
There must
be something wrong with the engine.
অন্যান্য modal auxiliary verb:
Dare-এর ব্যবহার:
Dare অর্থ
সাহস করা (Courage to take the risk). শব্দটি Main verb ও modal auxiliary উভয়ভাবেই ব্যবহৃত হয়। এই verb-টি modal auxiliary হিসাবে প্রশ্নবোধক বাক্য ও না-বোধক বাক্যে নিম্নরুপভাবে ব্যবহৃত হয়।
Example:
He dare not
say what he thinks.
I am so
afraid that I dare not move.
Dare he ring
Rahim at the office?
Affirmative বাক্যে dare-এর ব্যবহার নিম্নরুপভাবে দেখা যায়:
I dare say
you are right.
Need-এর ব্যবহার:
Need অর্থ প্রয়োজন হওয়া (require). এই verb-টি
main verb ও modal auxiliary উভয়ভাবেই ব্যবহৃত হয়। এই verb-টি modal auxiliary হিসাবে প্রশ্নবোধক বাক্য ও না-বোধক বাক্যে নিম্নরুপভাবে ব্যবহৃত হয়।
Example:
You need not
ask my permission.
He need not
wait any longer.
You need not
talk to them.
Need I
discuss the matter with him?
Need we wait
any longer?
Note: Need
not দ্বারা গঠিত প্রশ্নবোধক বাক্যের জবাব না-বোধক হলে, জবাবে বলতে হবে: ‘No you need not’. যেমন:
Question:
Need I come again?
Answer: No,
you need not.
আর যদি প্রশ্নের জবাব হা-বোধক হয়, তবে বলতে হবে: ‘Yes, you must’.
Question:
Need I come again?
Answer: Yes,
you must.
Be to (am
to/is to/are to/was to/were to)-এর ব্যবহার:
1. Be to-এর Present এবং Future রুপ am too, is to, are to. এরা ভবিষতের জন্য স্থির
করা কোন
কাজ (arrangement / plan) ব্যবহৃত হয়।
Example:
I am to go
to Dhaka next week= আগামী সপ্তাহে আমার ঢাকা যাবার কথা আছে।
He is to
phone me later this day= দিনের পরের দিকে তার আমাকে ফোন করার কথা আছে।
The Prime
Minister is to make a statement tomorrow.
2. Be to-এর Past রুপ
was to, were to. এরা অতীতে কোন কাজ করার কথা ছিল বুঝাতে ব্যবহৃত হয়।
Example:
Mr. The headmaster was to speak at the meeting.
We were to
appear at the examination.
They were to
buy a car.
My friend
was to help me.
3. আদেশ দিতে: কোন ব্যক্তি বা উর্দ্ধতন
কর্মকর্তার কোন আদেশ (Order) অবহিত
করার জন্য am to / is to / are to ব্যবহৃত হয়।
Example:
You are to wait here until I return.
All staff
is to wear uniforms.
You are not
to do it again.
4. উপদেশ বা পরামর্শ গ্রহণে: কোন বিশেষ অবস্থায় কি করা যায়, সে বিষয়ে উপদেশ বা পরামর্শ গ্রহণে am to / is to / are to ব্যবহৃত হয়।
Example:
In this
situation, what am I to tell him?
What is he
to do to get GPA-5?
Have to
(have to/has to/had to/shall have to/will have to)-এর ব্যবহার:
কোন ব্যক্তির কোন কাজ প্রয়োজন অর্থাৎ বাধ্যবাধকতা বুঝাতে have to ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে অনেক সময়
have to-এর স্থলে must ব্যবহার করা যায়। পার্থক্য হচ্ছে, বক্তা যখন কাজটি করার আবশ্যিকতা বা বাধ্যবাধকতা অনুভব করে নিজ অনুভূতি প্রকাশ করতে চায়, তখন must ব্যবহার করা উত্তম।
Example:
I must write
a letter to my brother. [বক্তা এখানে ব্যক্তিগতভাবে তার ভাইকে চিঠি লিখার বিষয়ে আব্যশিকতা অনুভব করছে]।
পক্ষান্তরে, বক্তা যখন বাধ্যবাধকতা প্রকাশ না করে কোন বাস্তবতা তুলে ধরে, তখন have to ব্যবহৃত হয়।
I can’t meet
you tomorrow. I have to study.
Rahim has to
get up early every day.
They have to
work hard on Saturdays.
ভবিষতে কোন কাজ করতে হবে, তা বুঝানোর জন্য:
Shall/will
have to + do something-এভাবে বাক্য গঠন করতে হয়। যেমন:
He will have to get up early tomorrow.
আর অতীত কাজ, যা করতে হয়েছিল, তা বুঝানোর জন্য:
Had to + do
something-এভাবে বাক্য গঠন করতে হয়।
Example:
They had to
leave early to catch the bus.
Rahim had to
explain the situation to his father.
এ সকল বাক্যকে না-বোধক করার জন্য:
বর্তমান (Present) বাক্যকে: do not / does not have to
2. অতীত (Past) বাক্যকে: did not have to
3. ভবিষত (Future) বাক্যকে: Shall/will not have to ব্যবহার করে না-বোধক বাক্যে পরিনত
করতে হয়।
Example:
She does
not/doesn’t have to go to work.
I did not
(didn’t) have to go to the meeting.
They will
not/won’t have to buy any additional books.
Be going to এর ব্যবহার:
1. Am going to/is going to/are going to (a) ভবিষতের ইচ্ছা / পরিকল্পনা (Intention/plan) ব্যক্ত করতে Am going to/is going to/are going to ব্যবহৃত হয়।
Example:
I am going
to see him later today.
We are going
to sing at the party.
(b) বর্তমানে যা দেখছি বা বুজছি, তার উপর ভিত্তি করে
ভবিষত অনুমান করতে Am
going to/is going to to/are going to ব্যবহৃত হয়।
Example:
Look at
those black clouds. It’s going to rain.
It’s 8:30.
You are going to miss the train.
You are not
studying hard. You are going to fail the examination.
2. Was going
to / were going to: অতীতে কোন ব্যক্তি কোন কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু সে তা করে নাই। এমন অবস্থা বর্নণায় Was going to / were going to ব্যবহৃত হয়।
Example:
I was going
to tell him, but I forgot.
We were
going to travel by car, but we changed our decision.
Used to-এর ব্যবহার:
অতীত কাজ বা ঘটনা যা নিয়মিতভাবে করা হতো বা ঘটতো, কিন্তু এখন বা বর্তমানে তা ঘটে না বা করা হয় না বুঝাতে Used to ব্যবহৃত হয়। যেমন:
Rafiq used
to smoke. [রফিক অতীতে এক সময় নিয়মিতভাবে ধুমপান করতো, কিন্তু এখন আর করে না]।
Had better-এর ব্যবহার:
কোন বিশেষ অবস্থায় বর্তমান বা ভবিষতের কোন কাজ করা যুক্তিযুক্ত বা শ্রেয়, তা বুঝাতে Had better + verb ব্যবহৃত হয়।
Example:
I had better
go now.
You had
better take an umbrella. It might rain.
Note: যুক্তিযুক্ত বা শ্রেয় বুঝাতে had better-এর স্থান ought to বা
should-ও ব্যবহার করা যায়। তারাও একই অর্থ প্রকাশ করে।
Example:
You should
take an umbrella. It might rain.
You ought to
take an umbrella. It might rain.
Had better-এর
negative form: had better not.
Affirmative:
You had better take this subject.
Negative:
You had better not take this subject.
Had better-এর
question form: had better-এর প্রশ্নবোধক রুপ: কর্তার পূর্বে had ও পরে better.
Example:
Had I better
speak to Rahim?
Had we
better leave now?
না-বোধক প্রশ্নবোধক (Interrogative negative):
Hadn’t I
better speak to Rahim?
Hadn’t we
better leave now?
Would
rather-এর ব্যবহার:
কোন কিছুর প্রতি বেশী পছন্দ (Preference) ব্যক্ত করতে Would rather ব্যবহৃত হয়।
Example:
I would
rather learn a new language than study math.
Rafiq would
rather spend time by the side of the river.
He would
rather play cricket than tennis.
I would
rather starve than beg.
কখন Modal auxiliary verb ব্যবহার হয় না:
প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া জিনিসগুলির জন্য এবং যার উপরে কারও কোনও নিয়ন্ত্রণ নেই সেই সকল বিষয়াদি বর্নণা করার জন্যModal auxiliary verb ব্যবহার করা যায় না। যেমন:
The sun
rises in the east. [ Note: The sun must/shall/will/should/ rise in the east].
No comments