65 Common Expressions যা আমাদের প্রতিদিনের কথাবার্তায় কাজে লাগে
65 Common Expressions যা আমাদের প্রতিদিনের কথাবার্তায় কাজে লাগে:
- What an idea! – কি বুদ্ধি!
- Well done – সাবাশ
- Indeed! – সত্যি!
- How peaceful! – কি শান্ত!
- Get lost – বিদায় হোন।
- Let me see – আমাকে দেখতে দাও
- Oh, sure – ও নিশ্চয়ই
- Who knows! – কে জানে!
- Bullshit! – বাজে কথা
- But who cares! – কে ধারধারে!
- How so – তা কি করে হয়?
- Calm down – শান্ত হও
- Let’s have a look – চল দেখি
- Let’s run away – চলো এক্ষুনি পালাই
- I am getting wet – আমি ভিজে যাচ্ছি
- I don’t care! – আমার কিছু যায় আসেনা!
- How else – আর কিভাবে?
- I think so – আমি তাই মনে করি
- No more buts – আর কোন কিন্তু নয়
- What’s up – কি খবর?
- Carry on – চালিয়ে যাও
- Wow – বাহ, দারুন তো
- My goodness! – একি!
- How come – কি ব্যাপার?
- What a mess! – কি এক ঝামেলা!
- Oh shit! – ধ্যাত্তেরি!
- Yes, go on – হ্যা, বলতে থাক
- Oh dear! – বলো কী!
- Hi guys – হ্যালো বন্ধুরা
- Good job! – সাবাশ!
- So what? – তাতে কি?
- Oh, no! – এ হতে পারেনা!
- Pay attention! – মনোযোগ দিন!
- Definitely – অবশ্যই
- Let it pass – ছেড়ে দিন।
- Obviously – স্পষ্টত, সম্ভবত
- It’s your turn – এবার তোমার পালা
- As if – যেন, কি যে হতো
- Damn it! – চুলায় যাক!
- What a surprise!- হটাৎ যে!
- Go to the devil! – গোল্লায় যাক!
- What about you? – তোমার খবর কি?
- so so – মোটামোটি
- So be it – তবে তাই হোক
- Who cares! – কার কি যায় আসে!
- I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
- Hiya! It is you I see – আরে তুমি যে!
- Oh! come on – আহ! একটু বুঝতে চেষ্টা করো
- Excuse me – এই যে শুনুন
- Not a bit – একটুও না
- That’s fantastic – এটা সত্যি চমৎকার
- Next to nothing – বলতে গেলে কিছুই না
- Mind your language – ভাষা সংযত করো
- Come to the point – আসল কথা বল
- That’s right – ঠিক বলেছেন
- To be frank – খোলাখুলি ভাবে বলতে গেলে।
- Really pleased – সত্যি আনন্দিত
- I am delighted- আমি আনন্দিত ।
- So kind of you! – আপনার দয়া।
- Anybody home? – বাড়িতে কেউ আছেন?
- Keep quiet – চুপ কর
- No entrance – প্রবেশ নিষেধ
- It’s enough – যথেষ্ট হয়েছ
- What happened – কি হয়েছে
- Let's get start- চলো শুরু করা যাক
No comments