65 টি Sentence Structures

 

ইংরেজিতে অনর্গল কথা বলতে  65 টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ।

( ইংরেজি শিখুন খুব সহজ পদ্ধতিতে)









কোনো কিছু প্রয়োজন বুঝাতে, আমরা need to use করব।

sub+need to+verb1

 

I need to learn English.

আমার ইংরেজি শিখা প্রয়োজন।

I need to buy a book.

আমার একটি বই কিনা প্রয়োজন।

I need to help him.

আমার তাকে সাহায্য করা প্রয়োজন।

I need to do the work.

আমার কাজটি করা প্রয়োজন।

 



I am having a hard time+ ing যুক্ত verb

(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)

 

I am having a hard time understanding my friends.

(আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে)

I am having a hard time downloading songs.

(আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)

I am having a hard time answering your questions.

(তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।

Similarly, I am having a hard time understanding the rules.

I am having a hard time browsing the internet.

 



There is something wrong with + noun.

( কোন কিছুতে সমস্যা হয়েছে)

 

There is something wrong with computer.

(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)

There is something wrong with my mobile.

(আমার মোবাইলে সমস্যা হয়েছে)

There is something wrong with my certificate.

(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)

There is something wrong with my Television.

(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)

 



I have decided to+ verb

(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)

 

I have decided to learn English.

( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)

I have decided to change myself.

(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

I have decided to work hard.

(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)

I have decided to help the poor.

(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)

I have decided to change my bad habits.

(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

 



I am trying to + verb.

(কোন কিছু করার চেষ্টা করতেছি)

 

I am trying to learn English.

( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)

I am trying to do something.

(আমি কিছু করার চেষ্টা করতেছি)

I am trying to help the street children.

( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)

I am trying to clean my room.

(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)

I am trying to motivate him.

(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি

 


Bs‡iwR‡Z AbM©j K_v ej‡Z

65 Sentence Structure

GBP. Avi. ivRy Bmjvg



দৈনন্দিন কথাবার্তায় ব্যবহৃত হয় এরকম 65 Sentence Structure দিয়ে সাজানো হয়েছে “Basic to Advance Spoken English Course ” এর "65 Sentence Structure" পিডিএফ ই-বুকটি।
বইটি পাচ্ছেন Confidence English Academy এর পক্ষ থেকে একদম সম্পূর্ণ ফ্রী !!
বইটি পেতে আমাদের পেজ এ ইনবক্স করুন !

আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে সবাই যুক্ত হন
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/1844040282425544

No comments

Theme images by Blogger. Powered by Blogger.