কমন ১০০টি ইংরেজি Verb যা আমাদের দৈনন্দিন কথায় খুব বেশি প্রয়োজন হয়
কমন ১০০টি ইংরেজি Verb যা আমাদের দৈনন্দিন কথায় খুব বেশি প্রয়োজন হয়
- will - ইচ্ছা করা
 - can - পারা
 - may - পারা
 - must - বাধ্য হত্তয়া
 - Thank - ধন্যবাদ দেওয়া
 - hope - আশা করা
 - Produce - উৎপাদন করা
 - ensure - নিশ্চিত করা
 - assure - নিশ্চিত করা
 - confirm - নিশ্চিত করা
 - insure - নিশ্চিত করা
 - suppose - অনুমান করা
 - guess - অনুমান করা
 - wish - কামনা করা
 - carry - বহন করা
 - support - সমর্থন করা
 - hit - আঘাত করা
 - 118. develop - উন্নতিসাধন করা
 - prosper - উন্নতিসাধন করা
 - improve - উন্নত করা
 - better - উন্নতিসাধন করা
 - agree - রাজী হত্তয়া
 - apply - আবেদন করা
 - appeal - আবেদন করা
 - avoid - পরিহার করা
 - form - গঠন করা
 - construct - নির্মাণ করা
 - explain - ব্যাখ্যা করা
 - return - ফিরে আসা
 - accept - গ্রহণ করা
 - receive - গ্রহণ করা
 - eat - আহার করা
 - increase - বৃদ্ধি করা
 - voice - ব্যক্ত করা
 - express - প্রকাশ করা
 - join - যোগদান করা
 - enter - প্রবেশ করা
 - reduce - হ্রাস করা
 - decrease - হ্রাস করা
 - lessen - হ্রাস করা
 - minimize - হ্রাস করা
 - save - রক্ষা করা
 - protect - রক্ষা করা
 - defend - রক্ষা করা
 - depend - নির্ভর করা
 - rely - নির্ভর করা
 - require - দরকার হওয়া
 - acquire - অর্জন করা
 - attain - অর্জন করা
 - gain - অর্জন করা
 - obtain - লাভ করা/অর্জন করা
 - earn - উপার্জন করা/অর্জন করা
 - mind - কিছু মনে করা/স্মরণ করা
 - recall - স্মরণ করা
 - choose - পছন্দ করা
 - like - পছন্দ করা
 - select - নির্বাচন করা
 - prevent - বাধা দেত্তয়া
 - deal - বণ্টন করা
 - divide - বিভক্ত করা
 - face - মুখামুখি হত্তয়া
 - check - দমন করা
 - enjoy - উপভোগ করা
 - tend - ঝোঁক থাকা
 - raise - বৃদ্ধি করা
 - draw - অঙ্কন করা
 - paint - অঙ্কন করা
 - forget - ভুলে যাওয়া
 - imagine - কল্পনা করা
 - act - অভিনয় করা
 - pick - বাছাই করা
 - cause - ঘটান
 - cost - খরচ হত্তয়া
 - break - ভাঙ্গা
 - overcome - অতিক্রম করা
 - prove - প্রমাণ করা
 - occur - ঘটা
 - discuss - আলোচনা করা
 - listen - শোনা
 - end - শেষ করা
 - finish - শেষ করা
 - maintain - বজায় রাখা
 - exist - বিদ্যমান থাকা
 - seek - সন্ধান করা
 - search - সন্ধান করা
 - share - অংশগ্রহণ করা
 - participate - অংশগ্রহণ করা
 - establish - প্রতিষ্ঠা করা
 - found - প্রতিষ্ঠা করা
 - center - কেঁন্দ্রীভূত করা
 - control - নিয়ন্ত্রণ করা
 - govern - শাসন করা
 - rule - শাসন করা
 - encourage - উৎসাহিত করা
 - answer - উত্তর দেত্তয়া
 - identify - শনাক্ত করা
 - visit - পরিদর্শন করা
 - care - যত্নবান হওয়া
 - want- চাওয়া
 - give- দেওয়া
 
Confidence English Academy পেইজে আপনাকে স্বাগতম। আপনি যদি ইংরেজি প্র্যাক্টিস করতে চান, ইংরেজিতে কথা বলা শিখতে চান, তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্যই! আজই জয়েন করুন Real Life Spoken English Course এ এবং চালিয়ে যান ইংরেজি শিক্ষা।
ফ্রি-তে Spoken English কোর্স করতে চান
Confidence English Academy পেইজে লাইক দিয়ে যান



No comments